র্যাব কর্তৃক কর্তৃত্ব বহির্ভূত ক্রসফায়ার বন্ধের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে ‘স্টপ ক্রসফায়ার’ শিরোনামে ২০১১ সালে ১ম সংখ্যা প্রকাশিত হয়। ২য় সংখ্যার বিষয় ছিলো ‘স্টপ টিপাইমুখ ড্যাম’। তারপর দীর্ঘ বিরতি। দীর্ঘ বিরতির পর প্রকাশিত হচ্ছে ‘অযান্ত্রিক’।
গণঅভ্যুত্থানের মাধ্যমে বিগত সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর জনমনে আশার সঞ্চার হয়েছিলো। অনিয়ম, অন্যায়, জুলুম তথা বৈষম্য নিরসন- সর্বোপরি রাষ্ট্রের সংস্কার ছিলো মানুষের অন্যতম চাওয়া। দুঃখজনক হলেও সত্যি কোনোটাই হয়নি। বিপক্ষ মত দলনের নামে মবসন্ত্রাস আমরা প্রত্যক্ষ করেছি। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় অনেকসময়ই এইসব অন্যায়কে প্রশ্রয় দেয়া হয়েছে। এইদেশ সুফি-বাউলদের। ধর্মীয় উগ্রতা বরাবরই এখানে নিন্দিত। বরং সর্বধর্মের নিরাপদ আশ্রয় ক্রোড়ে এদেশের মানুষেরা বেড়ে উঠেছে। সমন্বয়বাদী দর্শন অধ্যাত্মচেতনা এখানে প্রবল। স্পষ্ট বিভাজনরেখা তৈরির সূক্ষ্ণ চেষ্টা পরিলক্ষিত হচ্ছে। স্ফিনিক পাখির মতো ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশ জেগে উঠবে এই প্রত্যাশা আমাদের।
এ সংখ্যার বিষয়- ‘ফয়েজ আলমের কবিতা’। কবি ফয়েজ আলম তত্ত্বচর্চার পাশাপাশি কবিতায় উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন। নিজস্ব ভাষা নির্মাণের পাশাপাশি বাংলার সুফি-ঘরানাকে তার নিজস্ব বয়ানে পাঠকের সামনে হাজির করছেন কবিতার মাধ্যমে। প্রচ্ছদ ইসফাক রায়হান। মূল্য দুই শত টাকা মাত্র। সম্পাদনা রিসি দলাই।
Related products
লেখক তালিকা
সম্পূর্ণ লেখক তালিকা





Total Users : 8917



