আইসিস–এর কাছে খোলাচিঠি
তোমার বিশ্বাসী বিশ্বাসী মুখ, নিখুঁত হিজাবী সাজ
ক্রমাগত করে তুলছে তোমাকে অমানবিক।
বড় বেমামান দেখায় তোমাকে আজ
তোমার হাতের আগ্নেয়াস্ত্র; মানুষ জবাইয়ের রামদা
কলুষিত করেছে তোমাকে।
সভ্যতার ললাটে তুমি লেপ্টে চলেছো
তোমারই রক্তের লাল, দাসত্বের কারসাজিতে।
তোমার অপমান লাঘবের কথা বলে
যারা নিয়েছিল ভার; তারা
কেবলই ব্যবহার করেছে তোমাকে।
আর তুমি তোমার পিতামহের নম্রতা
শিষ্ঠাচারের কথা ভুলে
চলে গেলে পথভ্রষ্টদের পথে…
তুমি কি বোঝা না?
যেখানে শান্তি নেই– সেখানে ধর্ম নেই।
যেখানে মানবতা নেই– সেখানে মনুষ্যত্ব নেই।
কত নিঃসঙ্গ তুমি– তোমার স্বকীয়তা নেই!




Total Users : 8920